বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কৃষকের মাঝে বীজ বিতরণ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেল চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার। বিশেষ অতিথির বক্তব্যদেন টুঙ্গিপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা ড. এইচ এম মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার এই সকল ফসলের উন্নত চাষাবাদ কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন। তিনি কৃষকদের এই বছরে উৎপাদিত ফসলের বীজ আগামী বছরে বীজ হিসেবে ব্যবহারের জন্য রাখার পরামর্শ দেন। বীজ বিতরণী অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে সরিষা, মসুর, মটর ও গম ফসলের সর্বশেষ আবিষ্কৃত বিভিন্ন জাতের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন