শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটু পানি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো. মানজুরুল হক, কুলাউড়া (মৌলভীবাজার) থেকে

জেলার কুলাউড়ার ঐতিহ্যবাহী রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ৭ নভেম্বর সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই মাঠে হাঁটু পানি জমে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলের পশ্চিমে সরকারি রাস্তা, পশ্চিম ও উত্তর পাশে সরকারি অফিস থাকার কারণে বৃষ্টির পানি সরতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। জলাবদ্ধতার কারণে স্কুল মাঠে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে সমবেত হতে পারছে না। বন্ধ হয়ে আছে শিক্ষার্থীদের খেলাধুলা। এ নিয়ে বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষক-শিক্ষিকারা। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা খানম ৩য় শ্রেণীর সূচনা খানম, ২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী তাহসিন আহমেদ ওয়াফিক ও অনিকা খানম কণা বলেন, দুইদিন ধরে তারা বিদ্যালয়ে ক্লাস করতে যেতে পারছেন না। এ বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও বরাদ্দের অভাবে পানি নিষ্কাশনের কোনো প্রদক্ষেপ নিচ্ছে না শিক্ষা বিভাগ। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেছে। দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন