শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিংগাইর পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে গতকাল শনিবার সাকালে উপজেলা প্রশাসন কর্তক আয়োজিত বাল্যবিয়ের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সিংগাইর উপজেলার প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ জাহিদুল ইসলামের উদ্যোগে সিংগাইর উপজেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় “বাল্য বিবাহকে লাল কার্ড” এই শ্লোগানকে স্বাগত জানানোসহ সর্বস্তরের জনগণক বাল্যবিয়ে সম্পর্কে বিভিন্ন ধারণা দেয়া হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইঞ্জিঃ তোবারক হোসেন (লুডু), ডাঃ আলী জিলকদ আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খাঁন (রোমান), উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ খাঁন প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে মনোঞ্জ সাং¯ৃ‹তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন