শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কারখানার বিষাক্ত বর্জ্য নদীতে পরিবেশ দূষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

সাভারের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে চালু হওয়া কয়েকটি কারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পরিবেশ নষ্ট হওয়ায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গতকাল শনিবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির সামনে ‘ধলেশ্বরী নদীকে বুড়িগঙ্গা হতে দিব না’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঝাউচর এলাকাবাসী। মানববন্ধনে ওই এলাকার স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ট্যানারি থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনে উপস্থিত তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, ট্যানারী শিল্প সাভারে আসার আগে কর্তৃপক্ষ জানিয়েছিল পরিবেশবান্ধব শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। কিন্তু এখন মারাত্মাক পরিবেশ দূষণের কবলে পড়েছেন ট্যানারির আশপাশের বাসিন্দারা। ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু না করেই ১৫/২০টি কারখানা চালু করা হয়েছে। ফলে ওই সকল কারখানার বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। বিষাক্ত বর্জ্যে ধলেশ^রী নদীর মাছ মরে যাচ্ছে। আশপাশের বাসিন্দাদের হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে। শুধু তাই নয় শারীরিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার শিশু-কিশোর ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ পথচারী। এ প্রসঙ্গে বাংলাদেশ বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারির প্রকল্প পরিচালক আব্দুল কাউয়ুমের সাথে যোগাযোগ করলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন