হিলি সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ বছরের শিশু পরশ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট শহীদ মিনার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। দ্রুত বিচার আইনে মামলা নিয়ে শিশু পরশ হত্যাকারীদের ফাঁসি দাবি করেন বক্তারা। উল্লেখ্য. গত ২০১৫ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কাদিম নগর এলাকার বাড়ী থেকে কৌশলে ৪ বছরের শিশু পরশকে অপহরণ করার পর তাকে হত্যা করা হয়। পরদিন সকালে ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশু পরশের পিতা কেশব চন্দ্র সাহা বাদী হয়ে ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১১ জনকে গ্রেফতার করলেও জামিন মুক্তি পাওয়া ৭ জন আসামী বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি প্রদান করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন