শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শীতলক্ষ্যার ফেরি ঘাটের ইজারাদারকে কুপিয়ে টাকা ও স্বর্ণ লুট

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া শীতলক্ষ্যা নদীর ফেরিঘাটের ইজারাদার শহিদুল্লাহ গাজীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে টাকা লুট করেছে এক ছিনতাইকারী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া নগর এলাকায় ঘটে এ ঘটনা। আহত শহিদুল্লাহ গাজী ওই এলাকার আব্দুল মতিনের ছেলে। আহত শহিদুল্লাহ গাজী জানান, মুড়াপাড়া নগর এলাকার তারা মিয়ার ছেলে সুমন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত। মাদক মামলার গত ৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফের অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছে। বর্তমানে তার সন্ত্রাসী কর্মকা-ে এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার বিয়াই জাকিরের বিয়ে থেকে নিজ বাড়ি ফেরার পথে মুড়াপাড়া নগর রাস্তায় পথ গতিরোধ করে সন্ত্রাসী সুমন। এ সময় ইজারাদার শহিদুল্লাহ গাজীকে কোন প্রকার বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুটে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী সুমন পালিয়ে যায়। তাৎক্ষণিক শহিদুল্লাহ গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সন্ত্রাসী সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন