শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সিলেন্ডার বিস্ফোরণে ৩ জনেরই মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলেন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে আপন দু’ভাইসহ ৩ জনেরই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার টগড়া গ্রামের মো. আবুল দুয়ারীর দুই ছেলে মো. মিজান দুয়ারী (২৬), আবুল হাসান দুয়ারী (২৩) ও আবুল হাসানের শ্যালক মো. শাকিল বালুর ড্রেজার মেশিন চালু করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত হয়। আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার ভোরে মো. মিজান দুয়ারী (২৬) ঢাকা মেডিকেলে মৃত্যু বরণ করেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় আবুল হাসান দুয়ারী (২৩) আবুল হাসানের শ্যালক মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। একই পরিবারে দুই ভাই ও হাসানের শ্যালক শাকিলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দুই ছেলেকে হারিয়ে পিতা আবুল দুয়ারী শোকে পাথর।

পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদার জনান, গত শনিবার বালুর ড্রেজার মেশিন চালু করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে। তাদের শরীর সম্পূর্ণ পুড়ে যায়। প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থানয় ৩ জনের মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন