শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিনামূল্যে সার-বীজ

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় নাঙ্গলকোট উপজেলার ১ হাজার ৮শ’ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ১৪ লাখ টাকার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আশ্রাফুল হকের সভাপতিত্বে প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপ-সহকারী কৃষি অফিসার আফাজ উদ্দিন সোহেল, জুনায়েদ হাসান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন