কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আধারে এক কৃষকের জমিতে এসিড প্রয়োগ করে বোরো ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষক জয়নাল মিয়ার স্ত্রী তাহেরা সুলতানা বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও কয়েক জনের নামে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানা গেছে, গত ২ মার্চ রাতে বোরো ধানের জমিতে সেচের পানি দেয়ার সময় জন্য জমিতে যায় জয়নাল। এসময় জমির কাছে পৌঁছাতেই দেখতে পান দুষ্কৃতকারীরা এসিড প্রয়োগ করছে। এরপর থেকে বাদীর স্বামী জয়নালকে নানা ধরণের হুমকি প্রদান করে দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতকারীদের দেয়া এসিডে পুড়ে যায় এক একর জমির ফসল। এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় সাধারণ কৃষকদের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগকারী তাহেরা সুলতানা বলেন, এসিড প্রয়োগের কারণে আমাদের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।
কটিয়াদী মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন