শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইভিটিজারের বিচার দাবিতে ছাত্রীদের মানববন্ধন

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ইভিটজারকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল রোববার সকালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রণির শতাধিক ছাত্রী ক্লাস বর্জন করে শহরেরর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানবন্ধন করেন। এ সময় ছাত্রীরা বলেন, গত ২ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির এক ছাত্রী ইভিটিজিংয়ের শিকার হন। ওইদিনই এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। নির্বাহী কর্মকর্তা টানা ৮ দিনেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেয়ায় ছাত্রীরা আন্দোলনে নামেন।
এ বিষয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ছাত্রীরা রাস্তায় আন্দোলন করছে তা শিক্ষকদের জানা নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ইভিটিজিংয়ের বিষয়ে অভিযোগটি আমলে নিয়ে থানার ওসিকে সেই ইভটিজারকে দ্রুত গ্রেফতারের জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন