শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

২০২৪’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ট্রাম্প। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। শনিবার উত্তর ক্যারোলিনার সেলমাতে সমর্থকদের তিনি বলেন, আমি দুইবার দৌড়েছি, আমি দুবার জিতেছি। তবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার ভাল করেছি। আমাকে আবার এইটা (নির্বাচন) করতে হতে পারে। এবার আমার সঙ্গে কি কেউ দৌড়াতে চায়। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে তিনি ফক্স নিউজকে বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সমর্থন তার রয়েছে। ‘আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি, যার প্রতি জনসমর্থন বাড়ছে।’ এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন। গত নির্বাচনে ২৩২ ইলেকট্রোরাল ভোট পান ট্রাম্প, আর জো বাইডেন ৩০৬ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে হেরেও বেশ জলঘোলা করেন ট্রাম্প। নির্বাচনে ভরাডুবির পরও নিজেকে জয়ী দাবি করে আসছেন তিনি। এএনআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন