শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পৌর শহরে অপরিকল্পিত সুইস গেট, জনদুর্ভোগ চরমে

ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে খালের উপর অপরিকল্পিত সøুইস গেট নির্মাণ করায় জনগণকে দুর্ভোগ পোহাতেই হচ্ছে। পৌর শহরের ১ ও ২নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে এই খালটি। যার সংযোগ রয়েছে তিস্তা নদীর সাথে। প্রায় ২ যুগ আগে খালের উপর পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত একটি স্লুইস গেট নির্মাণ করে। যার কারণে প্রতিবছর বন্যার সময় প্রয়োজনীয় পানি নিষ্কাশন না হওয়ায় উজান দিকে পানি আটক হয়ে ঘর-বাড়ি তলিয়ে যায়। তখন থৈ থৈ পানিতে রাস্তাঘাট সব ডুবে যায়। এভাবে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় স্লুইস গেটের এক পাশ ধ্বসে যায়। প্রতিবছর রাস্তা ধ্বসে যাওয়ায় বর্ষাকালের পর বাঁশের সাঁকো দিয়ে শুধু পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এ বাঁশের সাঁকোটিও নির্মাণ করেন এলাকাবাসী নিজ উদ্যোগে। মাঝে মধ্যে পৌরসভা থেকেও পারাপারের জন্য সাঁকো নির্মাণ করে দেয়া হয়। স্লুইস গেটটি খালের এক পাশের্^ অপরিকল্পিতভাবে নির্মাণ করায় তা জনগণের উপকারে আসছে না। কারণ ওই সøুইস গেটটির পানি নিষ্কাশনের ক্ষমতা কম। স্লুইস গেট তখন থেকেই দাঁড়িয়ে থাকলেও পানি প্রবাহের কারণে রাস্তা ধ্বসে যায়। তাই পারাপার হতে জনগণের দুঃখ রয়েছেই। ফলে ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে জনগণ। খালটি এ উপজেলার সর্ববৃহৎ মীরগঞ্জ হাট ও সুন্দরগঞ্জ বাজারের পাশে হওয়ায় সাইকেল, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনকে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়। এ সাঁকো দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পারাপার হওয়ায় অভিভাবকরা সবসময় উৎকণ্ঠায় থাকেন। বর্তমানে স্লইস গেটটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জনদুর্ভোগ লাঘব করতে পরিকল্পিত স্লুইস গেট নির্মাণ করা দরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন