শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিশ্বনাথে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

পূর্ববিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাত করে আব্দুল বাছিত (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ছুরিকাঘাত করে নির্মমভাবে খুন করে বাছিতের চাচাত ভাই একই বাড়ির মৃত নামর আলীর ছেলে সুমন আহমদ (২৫)। নিহত ছাত্রলীগ কর্মী উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে মৃত আফতাব মিয়ার পুত্র।
নিহতের মা আনোয়ারা খাতুন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যেহেতু এই রাস্তা নিয়ে বিরোধ, তাই স্থানীয়ভাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বাছিতের চাচাত ভাই সুমন পিকআপে করে গাছের টুকরো নিয়ে ওই রাস্তায় দিয়ে আসে। এসময় বাছিত সুমনকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সুমন বাছিতকে চাকু দিয়ে বুকে স্টেপ করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপতালে নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ইনকিলাবকে বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বাছিতকে চাকু দিয়ে সুমন ঘাই দেয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ময়নাতদন্তে লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার হয়েছে। এবং আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন