প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য মুজিববর্ষে দেশের কোন নাগরিক ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এই নীতি নিয়েই আমরা চলছি, এই নীতি নিয়েই আমরা চলব। প্রধানমন্ত্রীর নির্দেশ, গৃহহারা ও ভূমিহীন কিংবা ক্ষতিগ্রস্থকেউ থাকলে তাদের জন্য ঘরবাড়ির ব্যবস্থা করে দিতে হবে। গত শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ ভূমি ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী।
পরে তিনি নবনির্মিত ২৬টি ঘর পরিদর্শন করেন। এসময় তিনি ভূমি ও গৃহহীন পরিবার বাছাই কার্যক্রম ও নতুন ঘর নির্মাণ কাজের মান যাচাই করে দেখেন এবং উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন