শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা দেশের উন্নয়নের রূপকার

আখাউড়ায় আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আ.লীগ কার্যালয়ের পুন:সংস্করণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, উপজেলা আ.লীগের নতুন কমিটি দেয়ার পর দল গতিশীল হয়েছে। আমি মনে করি আ.লীগের এই নতুন কমিটি আ.লীগকে আরো জোরদার ও শক্তিশালী করবে। তিনি আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন