শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কুরআন প্রতিযোগিতা শুরু

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

পাবনার চাটমোহরে এই প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। গত রোববার উপজেলার পাঁচটি হাফিজিয়া মাদরাসায় শুরু হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ড। এগারোজন বিচারক প্রতিযোগিদের বাছাই পরীক্ষা গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ৬০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে বলে জানান আয়োজকরা। এরপর ২৩ এপ্রিল হবে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে বিজয়ীদের নিয়ে আসামি ২৭ এপ্রিল চাটমোহর শাহী মসজিদে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালে প্রধান মেহমান ও বিচারক থাকবেন পিএইচপি কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ কারী জহিরুল ইসলাম। অতিথি থাকবেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ও চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন। উপজেলার ২০টি হাফিজিয়া মাদরাসার ১৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন