শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

শ্রীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। গত সোমবার বেলা সাড়ে ১১টায় পাটাভোগ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই গ্যালারি উদ্বোধন করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের উদ্যোগে ও পরিকল্পনায় এটি নির্মিত হয়েছে। তিনি জানান, মুন্সীগঞ্জ জেলার মধ্যে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের উদ্যোগ প্রথম। গ্যালারিতে পাটভোগ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণের নাম ও পরিচয় পাথরে খোদাই করে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও গ্যালারিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ও বিভিন্ন গ্রন্থ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। পরবর্তী প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীরমুক্তিযোদ্ধাগণের বীরত্বগাথা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ব্যারিস্টার সজিব আহমেদ, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ অন্যান্যরা গ্যালারি ঘুরে দেখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন