শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হালদায় মৎস্য প্রজনন মৌসুমে ডিম সংগ্রহের প্রস্তুতি সভা

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আসন্ন প্রজনন মৌসুমে ডিম সংগ্রহ সংক্রান্ত সচেতনতামূলক ও প্রস্তুতিসভা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা হ্যাচারিতে ডিম সংগ্রহকারীদের সাথে সম্পন্ন হয়েছে। সভায় সকলের মতামতের ভিত্তিতে ডিম সংগ্রহ চলাকালীন সময়ে নদীতে পরিদর্শনের নামে কোন ট্রলার বা ইঞ্জিচালিত নৌকা না চলা, হ্যাচারিতে অস্থায়ী সি. সি ক্যামরা স্থাপন, পর্যাপ্ত পানির ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ বিকল্প হিসেবে জেনারেটর, সেলু পাম্প এবং ডিম রক্ষার্তে দৈনিক নদীর পানি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপজলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর (অতিঃ দায়িত্ব) স্থানীয় চেয়ারম্যান মো. শাহেদুল আলম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন