রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবশেষে নীরবতা ভাঙল আরব লীগের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১০:৫৩ এএম

নীরবতা ভেঙে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের অভ্যন্তরে ইহুদিদের প্রার্থনা বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আরব লীগ। একই সাথে ‘এই ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে’ পারে বলে সতর্ক করেছে জোটটি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) জেরুজালেমের পুরোন শহরে আল-আকসায় সাম্প্রতিক সহিংস ঘটনার বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানায় আরব লীগ। জর্ডানের রাজধানী আম্মানে লীগের জরুরি বৈঠকের পর লীগের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ‘‘আমাদের দাবি স্পষ্ট যে, আল-আকসা এবং এর সমস্ত এলাকায় হারাম আল শরীফ মুসলমানদের।’’

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার খবরে জানা যায়, জেরুজালেমে ইসরায়েলের আগ্রাসনকে ‘অবৈধ ইসরায়েলি নীতি ও পদক্ষেপ’ বলে অভিহিত করেছে আরব লীগ। আরব লিগের প্রধান আহমেদ আবুল গীত বলেন, ‘‘ইসরায়েল শতাব্দীর পুরনো একটি নীতি লঙ্ঘন করছে। যা অনুসারে অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণে যেতে পারে, তবে তাদের সেখানে প্রার্থনা করা উচিত নয়।’’

গত সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি দাঙ্গা পুলিশ। হামলায় আহত হয় ১৫৮ ফিলিস্তিনি, এবং কয়েকশকে নাগরিককে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন