ঝালকাঠির নলছিটি উপজেলার খাগরাখানা গ্রামের খালে ডুবে রফিজা আক্তার (৭) ও আল আমিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মৃত দুই শিশুরই লাশ উদ্ধার করে ফয়ার সার্ভিসের ডুবুরি দল। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা মো. হুমায়ুন কবির জানান, দুপুরে খাগরাখানা গ্রামের শহিদ খানের মেয়ে রফিজা আক্তার ও মো. সোহেল হাওলাদারের ছেলে আল আমিন খেলা করছিল। আল আমিন নাচনমহল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন একটি খালে গাছের তৈরি ঘাটলায় পা ধুতে গিয়ে পড়ে যায়। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায় রফিজা আক্তার। এরপর থেকে দুই শিশুই নিখোঁজ ছিল। বিষয়টি পাশের এক শিশু দেখতে পেয়ে নিখোঁজ শিশুদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকেলে এসে খালে উদ্ধার অভিযান চালায় তাঁরা। সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করে ডুবুরি দল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন