ভোলার দৌলতখানে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের আসকর পাটোয়ারী বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী আব্দুল মালেক বলেন, ওই ইউনিয়নের চরশুভী গ্রামের প্রতিপক্ষ ফরমুজল গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে মিথ্যা, বানোয়াট ঘটনা উল্লেখ করে প্রতিপক্ষ ফরমুজল গংরা দৌলতখান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করছে। মামলাটি আদালতে বিচারাধীন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলার তদন্তের জন্য ৭নং সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্লা রতনকে দায়িত্ব প্রদান করেন। চেয়ারম্যান ওই ঘটনার তদন্ত না করে মিথ্যা, বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্ট মামলাটি বিচারের জন্য চার্জ গঠন করে। পরে আমরা আসামিপক্ষ এডিশনাল জর্জ কোর্ট, ভোলা ফৌঃ রিভিশন ৮১/২০১৬ দাখিল করলে গত ২৮ ফেব্রুয়ারি ’২২ তারিখে জর্জ কোর্টে মামলার শুনানী হয়। গত ২১ মার্চ ২০২২ তারিখে রিভিশন নামঞ্জুর করে নিম্নকোর্টের রায় বহাল রেখে মামলাটি বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণের আদেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আব্দুল মালেক ঘটনার পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন