শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুই দফা দাবিতে খনি শ্রমিকদের বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

বকেয়া বেতনভাতা প্রদান ও শ্রমিকদের স্ব স্ব কর্মস্থলে যোগদান করানোর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন গত বৃহস্পতিবার দুপুরে খনির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র প্রদক্ষিণ শেষে খনির দক্ষিন গেটে গিয়ে বিক্ষোভ করে তারা। এসময় বক্তব্য দেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ অনেকে। বক্তারা বলেন- শ্রমিকদের পূর্ব ঘোষিত ৭২ ঘন্টার কর্মসূচি শেষ হলেও খনি কর্তৃপক্ষ এখনও তাদের সাথে সমঝোতায় বসেনি। আগামী ২৪ এপ্রিল পুনঃরায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি আদায় না হলে পরিবার পরিজন নিয়ে কঠোর আন্দোলনে যাবেন শ্রমিকরা। আন্দোলন চলাকালে রাজপথ ও রেলপথ বন্ধের হুশিয়ারী দেন বক্তারা।

এ দিকে, শ্রমিকদের দাবির বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া গেলেও সদুত্তর মেলেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন