শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী খুনের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৭:০৮ পিএম

তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত খুনের প্রধান আসামি সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টায় তাকে ঢাকার বারিধারা এলাকা থেকে গ্রেফতার করে বিশ্বনাথ পুলিশ। সুমন উপজেলার উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নামর মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ। এরআগে নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। সে বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির রাস্তা নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সুমন চাকু দিয়ে বাসিতকে স্টেপ করে। গুরুত্বর আহত আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়়ার পথে বাসিত মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন