শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৩ লাখ চিংড়ি রেণু জব্দ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

ভোলার দৌলতখানে ৩ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্যবিভাগ। গত শুক্রবার দিনগত রাত সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় অভিযান চালায় মৎস্যবিভাগ। এসময় ৭টি ব্যারেল ভর্তি ৩ লাখ ২০ হাজার রেনু জব্দ ও একটি আলফা গাড়ি জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাজফুজুল হাসনাইন বলেন, আলফা গাড়িযোগে চিংড়ির রেণু পাচার করার সময় বাংলাবাজারের বঙ্খালী এলাকা থেকে ৭ ব্যারেল রেনু জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত রেনু নিকটস্থ জলাশয়ে অবমুক্ত করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্যবিভাগের এধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন