কুষ্টিয়ার দৌলতপুরে কাল বৈশাখী ঝড়ের সময় বাগানে আম কুড়াতে গিয়ে গাছের তলে পড়ে সোনিয়া বেগম কুটি (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম পালপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু একই গ্রামের হাসান মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে কাল বৈশাখী ঝড় শুরু হলে হাসান মন্ডল বাড়ি পার্শ্ববতী বাগানে আম কুড়াতে যায়। এসময় তার স্ত্রী সোনিয়া বেগম কুটিও বাগানে গেলে আম গাছের ডাল ভেঙ্গে তার তলে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া বেগম কুটিকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান খোয়াজ আলী গোয়ালগ্রাম পালপাড়া গ্রামে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে আম গাছের তলে পড়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। এছাড়াও কাল বৈশাখী ঝড়ে উপজেলার বোয়ালিয়া, আদাবাড়িয়া ও আড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ দৌলতপুরের বিভিন্ন এলাকার শতাধিক ঘরে টিন উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মথুরাপুর হাইস্কুলে শতবর্ষী দেবদারু গাছ উপড়ে পড়ে স্কুলের ক্ষতি হয়েছে। আদাবাড়িয়া হাইস্কুলের টিন উড়ে গিয়ে স্কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বড় বড় গাছ উপড়ে পড়ে এবং গাছের ডাল ভেঙ্গে আম কাঠালের ক্ষতি হয় বলে বিভিন্ন এলাকাবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন