যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন করছে। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উন্নয়নের সহযোগিতা করছে। এমন অবস্থায় পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হামলা করে নির্যাতন চালিয়ে আ.লীগকে ধ্বংস করছে। হুইপের নিযুক্ত বিএনপি জামাত শিবিরের অনুসারী কিছু সন্ত্রাসী বর্তমানে আ.লীগের সাইনবোর্ড লাগিয়ে এলাকায় সন্ত্রাস ও দখলবাজী চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গত ১৯ এপ্রিল গুলিবিদ্ধ হয়েছে যুবলীগ নেতা ডিএম জমির, সাইফুল ইসলাম ও মো. ইকবাল। প্রধানমন্ত্রীর নিকট হুইপসহ সন্ত্রাসীদের বিচার দাবি করেন তিনি। গত শনিবার বিকেলে পটিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। বীরমুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রবীণ আ.লীগ নেতা শামসুদ্দিন আহমদ। বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখবেন এডভোকেট বদিউল আলম, লেখক ও কলামিস্ট শামসুল হক, হুমায়ুন কবির রাশেদ, বীরমুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, সিরাজুল ইসলাম মাস্টার, নির্যাতনের শিকার ডিএম জমির উদ্দিন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন