শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটুয়াখালীর ৮ ইউপি’র ভোট ১৫ জুন

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

পটুয়াখালীর তিনটি উপজেলার মেয়াদ উত্তীর্ন ৮টি ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ আগামী ১৫ জুন নির্ধারণ করে গত সোমবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলায় ৫টি, কলাপাড়া উপজেলায় দু’টি ও দশমিনা উপজেলায় ১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, সদর উপজেলার ৫টি জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরন ও লাউকাঠী। কলাপাড়া উপজেলায় দুটি লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনা উপজেলার চরবোরহান।
তফসিলে অনুযায়ী আগামী ১৭ মে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ১৯ মে বাছাই ও প্রত্যাহার ২৬ মে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন