শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার ২

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে অপহৃত স্কুলছাত্রী ফারজানা আক্তারকে উদ্ধার ও অপহরণকারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে অপহরণকারীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো- কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মাসুদ রানা (২৪) ও বাতিসা ইউনিয়নের পাঠানন্দী গ্রামের সবুজ (২৩)। জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের আবদুল কাদের মিয়াজীর মেয়ে ফারজানা আক্তারকে (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মাসুদ রানা। এ নিয়ে মাসুদের পিতাকে বেশ কয়েকবার জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত রোববার সকালে মাসুদ রানার নেতৃত্বে কয়েকজন যুবক ফারজানাকে স্কুলে যাওয়ার সময় জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ফারজানার পিতা আবদুল কাদের মিয়াজী বাদী হয়ে সোমবার সকালে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মামলার সূত্র ধরে সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৌলতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফারজানাকে উদ্ধার, অপহরণকারী মাসুদ রানা ও সবুজকে আটক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন