শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্কুলে হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম নুরুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি তেঁতুইতলা কবি নজরুল স্কুল ও তার আশপাশে প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুইয়া, প্রফেসর রুহুল আমিন রতন ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এদিকে দুর্বৃত্তদের শাস্তির দাবিতে ছাত্ররাও একটি মিছিল বের করে। প্রসঙ্গত, রোববার রাতে একদল সন্ত্রাসী স্কুলে আগুন ধরিয়ে দিলে অধ্যক্ষের কক্ষটি পুড়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন