মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দম্পতিকে অস্ত্র ঠেকিয়ে তিন লাখ টাকা লুট

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে এক দম্পতির কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পাকিজা মিলের পিছনে এ ঘটনা ঘটে। শাহীবাগ এলাকার বাসিন্দা গৃহবধূ বিথী আক্তার (২২) জানান, তিনি ও তার স্বামী শামীম মিয়া সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার ইষ্টার্ন ব্যাংক লিমিটেড থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের রিকশাটি পাকিজা মিলের পিছনে তিন রাস্তার মোড়ে পৌঁছলে দুই দিক থেকে দুটি মোটরসাইকেল তাদের গতিরোধ করে। পরে দুই যুবক দুটি পিস্তল তাক করে তিন লাখ টাকার ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, দুই মোটরসাইকেলে আসা ছয় যুবকের মধ্যে দুই যুবক আগে থেকেই তাদের পিছু নিয়েছিল। কিন্তু তখন তিনি বুঝতে পারেননি। একজন ব্যাংকের ভিতরে ছিল আরেকজন ব্যাংকের বাহিরে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল। পরে তারা তাদের রিকশার পিছু নেয়। এ দম্পতি অভিযোগ করে বলেন, প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে আমাদের টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা সবাই তাকিয়ে দেখলো, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তবে প্রত্যক্ষদর্শীরা কেউ এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি। সকলের একই কথা টাকা ছিনতাইয়ের কথা শুনেছি, দেখিনি। এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে সাভার থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের দুটি টিম দুর্বৃত্তদের ধরতে মাঠে কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন