শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অভিযোগ মিথ্যা প্রমাণিত বিচার পাননি শিক্ষক

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

চাঁদপুরের কচুয়ায় বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ তালুকদারের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হওয়ার পরও বিচার পায়নি শিক্ষক। ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে সভাপতির অনুমতিক্রমে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক ৮ম শ্রেণির অভিযোগকারী ছাত্রীদের ও অন্যান্য ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদেরসহ, ২নং পাথৈর ইউপি চেয়ারম্যান মো. আক্কাছ আলী মোল্লা, সদস্য নাছির উদ্দিন প্রধান, বিদ্যালয়ের সকল শিক্ষকের উপস্থিতিতে অভিযোগ সর্ম্পকে জিজ্ঞাসা করলে ছাত্রীরা অভিযোগের বিষয়গুলি সম্পর্কে মিথ্যা বলে স্বীকার করনে। উপস্থিত ছাত্র-ছাত্রীরা বলেন, ফয়েজ আহমেদ স্যার আমাদেরকে এসমস্ত কথাবার্তা কখনো বলেননি। অভিযোগকারী নাতাশা বলেন, আমি অভিযোগপত্রে স্বাক্ষর করিনি, আমার নাম লিখা হয়েছে, সামিয়া আক্তার মীম বলেন, যৌন হয়রানী কুরুচিপূর্ণ ও অশালীন কোন কথাবার্তা স্যার আমাদেরকে বলেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন