শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিতাসে বিএনপির দোয়া মাহফিল

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে মাছিমপুর গ্রামে উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূঁইয়ার বাড়িতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মো. হানিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী কবির হোসেন সেন্টু। কলাকান্দি ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আক্তারুজ্জামান, এমদাদ হোসেন আখন, মাহবুব আলম সরকার, মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আদিলুর রহামন আদিল, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাইন উদ্দিন সরকার, তিতাস উপজেলা নবীন দলের সভাপতি জুয়েল খান, তিতাস উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রুবেল আহমেদ খাঁন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন