শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলার বিরুদ্ধে প্রতিবাদ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

মহিপুরে সাংবাদিক ও প্রভাষক সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার উদ্যোগে গত শুক্রবার দুপুরের দিকে মহিপুর শেখ রাসেল সেতুর উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহর সঞ্চালনায় এ মানববন্ধনে কুয়াকাটা, মহিপুর, হাজীপুর ও কলাপাড়ার বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিএমএসএফ মহিপুর থানা শাখার সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অনলাইন পোর্টাল সময়ে খবরের প্রকাশক ও সম্পাদক আরিফ বিল্লাহ নাছিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক সাইদুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। বক্তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, দায়েরকৃত মিথ্যা মামলার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। পাশাপশি মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন