এক সঙ্গে এসএসসি পাস করেছেন একই স্কুল থেকে। এরপর কেটে গেছে দুই যুগ। ছিল না একসঙ্গে আড্ডা কিংবা যোগাযোগ। দীর্ঘদিন দিন পর ঈদের ছুটি ফিরিয়ে আনল সেই পুরনো বন্ধন। সবাই মিলে খোলা আকাশে বসে ইফতার, অতপর খুলল হাজারো স্মৃতির ঝাঁপি।
বরমী বাজার উচ্চ বিদ্যালয়। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। রোববার সেই স্কুল মাঠে ব্যাচ ১৯৯৭ আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। যেখানে মিলত হয় নানা পেশার বন্ধুরা। সবাই স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত। ছিলেন কয়েকজন অন্য ধর্মের বন্ধুরাও। যারা ইফতার আয়োজনে ছিলেন সামনে। আয়োজনের পূর্বে উপস্থিতি ওই শিক্ষকরা স্মৃতি রোমন্থন করেন। শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। কেউ কেউ আবেগতাড়িতও হয়ে যান।
বক্তব্যে একজন তাদের হারানো পাঁচ বন্ধুকে স্মরণ করেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। প্রত্যয় ব্যক্ত করেন সামনে মেলবন্ধন আরও গাঢ় ও সমৃদ্ধ করার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন