শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০৩ এএম

জেলার বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই গ্রুপ একই সময় সংবাদ সম্মেলন আহবান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শান্তি শৃংখলা রক্ষায় ওই ঘোষনায় বাউফল শহরে মাইকিং করা হয়েছে। উপজেলা নির্বাহী আফিসার(ইউএনও) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের আদেশে মাইকিং হয়।

জানা গেছে,বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার সকাল ১০টায় প্রথমে জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংবাদ সম্মেলন আহবান করে। ঠিক একই সময় একইস্থানে পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উল্লেখ্য দীর্ঘদিন থেকে এমপি আ,স,ম ফিরোজ উপজেলা চেয়ারম্যান মোতালেবের মধ্যে দলীয় বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিগত কয়েকবছর ধরে এ দুগ্রুপ একাধিক বার সহিংস ঘটনায় জড়িয়ে পড়ে। শুক্রবার দু’গ্রুপ একইস্থানে একইসময় সংবাদ সম্মেলন আহবান করায় আইন শৃঙ্খলার স্বার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ দিকে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা ঘোষনায় এমপি ফিরোজের গ্রুপ বেলা ১১টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম।
ফারুকের বাসভবনে এবং মোতালেব গ্রুপ বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন