শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে আমন ধান কাটার শ্রমিকের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। শ্রমিক সঙ্কট আর চড়া মূল্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছে। প্রতি বিঘা জমির ধান কাটার খরচ পড়ছে তিন হাজার টাকা। জানা যায়, চলতি আমন মৌসুমে শ্রীপুরে সাড়ে তের হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। অনুকূল পরিবেশের কারণে ফলন ভালো হয়েছে । অগ্রহায়ণের শুরু খেকে চলছে আমন ধান কাটা। স্থানীয়ভাবে ধান কাটা শ্রমিক নেই বললেই চলে। প্রতি বছর নেত্রকোনা, জামালপুর, শেরপুরসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক আসে ধান কাটতে। উপজেলার বিভিন্ন হাটে বসে শ্রমিকের বাজার। চলতি মৌসুমে বিভিন্ন হাটে শ্রমিকের সংখ্যা চাহিদার তুলনায় একেবারেই কম। শ্রমিক কম থাকায় দাম বেড়ে গেছে কয়েক গুণ। প্রতি বিঘা জমির ধান কাটতে খরচ পড়ছে দুই-আড়াই হাজার টাকা। কৃষকরা জানান, তিন বেলা খাবার দিয়ে এক বিঘা জমির ধান কাটার খরচ তিন হাজার টাকা ছাড়িয়ে যায়। পটকা গ্রামের কৃষক ফরিদ মিয়া বলেন, এবার বিঘাপ্রতি ধান কাটার খরচ দ্বিগুণের বেশি। গাড়ারন গ্রামের আ: ছালাম বলেন, শ্রমজীবী মানুষ শিল্প কারখানায় কাজ করায় কৃষি শ্রমিকের সঙ্কট দিন দিন বাড়ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন