সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ (চরকের হাট) গ্রামের কমল ইদেুর পুত্র ২ সন্তানের জনক তপন চন্দ্র একই গ্রামের প্রতিবেশী সুভাষ চন্দ্রের ৭ বছরের কন্যাকে (পল্লবী রানী) সু-কৌশলে তার নিজ ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে তপন পালিয়ে যায়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ওই দিনেই ভর্তি করা হয়েছে। শিশুটি চরকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষণকারী লম্পট পলাতক রয়েছে। তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন