শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার ফলাফল নিয়ে দুর্নীতির অভিযোগ

ইউএনও’র অফিসে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের বোয়ালখালীতে এসএসসি টেস্ট পরীক্ষায় রেজাল্ট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে গত সোমবার ও মঙ্গলবার প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অবস্থান নিয়েছে। এ সময় দুটি লিখিত আবেদন করেছে বলে জানান ছাত্র-ছাত্রীরা। অভিযোগে জানা যায়, উপজেলা সদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি টেস্ট পরীক্ষায় অনৈতিকভাবে টাকার বিনিময়ে একাধিকবার রেজাল্ট নিয়ে দুর্নীতি করেছেন প্রধান শিক্ষক। ১ম দফা প্রকাশিত রেজাল্ট সিটে প্রায় ৭০ জন শিক্ষার্থী অকার্যকরের তালিকায় ছিল। পরবর্তীতে সেখান থেকে আরো ৩৬ জনকে মোটা অংকের টাকার বিনিময়ে কৃতকার্য দেখিয়ে প্রধান শিক্ষক ২য় দফায় আরেকটি তালিকা প্রকাশ করে। ২য় দফায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের সহযোগিতা ও এর কারণ জানার জন্য দফায় দফায় চেষ্টা করলেও তাদের সুযোগ না দিয়ে উল্টো হুমকি প্রদান করছে বলে জানান একাধিক শিক্ষার্থী। প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহযোগিতা না পেয়ে তারা গত সোমবার ও মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ১ম দফায় তালিকায় ৩/৪ বিষয়ে অকৃতকার্য অনেক শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পেলে এর থেকে কম বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা কেন পরীক্ষায় সুযোগ পাবে না তার কারণ জানতে চাই, এ জন্য আমাদের অবস্থান। আমরাও আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাই। আমরা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু তদন্ত ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এদিকে এ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফির থেকে কয়েক গুণ টাকা বাড়িয়ে আদায় করার অভিযোগ অনেক দিনের। উল্লেখ্য, উক্ত প্রধান শিক্ষক ২ বছর আগে এসএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে নকল সাপ্লাইয়ের অভিযোগে কেন্দ্র সচিব থেকে বহিষ্কার হয়েছিল। এ ব্যপারে নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জানার জন্য বিদ্যালয়ের হেডমাস্টার জয়নাল আবেদীন নাজিমের ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন