সুনামগঞ্জের ছাতকে লাশবাহী এ্যাম্বুলেন্স ও একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ছাতক-সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে দোয়ারাবাজারের চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের ৮ দিন বয়সী শিশু পুত্র মোহাম্মদের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের মাধবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনায় সিএনজি যাত্রী ৪ বছর বয়সী শিশু তানহা বেগমের মৃত্যু ঘটেছে। সে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিব মিয়ার কন্যা।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জহির আলী, যাত্রী গোবিন্দ দাস (১৭), পুজব দাস (১৫), সানজিদা (১০), মারজান (১৪) ও এ্যাম্বুলেন্সে থাকা হাবিবুর (২০), নাছুয়া বেগম (২০), কেছন বিবি (৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি (২৬)। স্থানীয় ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা
আহতদেরকে উদ্ধার করেছেন। সিএনজি চালকসহ আহত ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের ভর্তি করা হয়েছে ছাতক উপজেলা হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স ও সিএনজি জব্দ করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক দ্বীপঙ্কর রায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন