শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইন্দুরকানীতে প্রেমিকার ফোন বন্ধ : প্রেমিকের আত্মহত্যা

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে দু’দিন ধরে প্রেমিকার ফোন বন্ধ পেয়ে উজ্জ্বল সমোদ্দার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল সমোদ্দার ওই গ্রামের মৃত সন্টু সমোদ্দারের ছেলে। পার্শ্ববর্তী মোড়েললগঞ্জ উপজেলার গোহরবুনিয়া ইউনিয়নের শুনির্জোর গ্রামের নিরঞ্জন কাপালির মেয়ে ইতি কাপালির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। নিহতের মা স্মৃতি রানী জানান, ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে ইতির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়ে পারিবারিক চাপে দুদিন ধরে সিম ও ফেসবুক বন্ধ করে রাখে। এতে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে ঘরের পেছনের বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল। স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল ফকির জানান, উজ্জ্বল ওই মেয়েকে বিয়ে করার জন্য কয়েকদিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে। পরে মেয়ের ফোন বন্ধ থাকায় সে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন