নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত থেকে চুরি করা ১৩টি মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুসল্লি বেশে ঈদ জামাতে গিয়ে তারা বের হওয়ার সময় ভিড়ের মধ্যে মুসল্লিদের পকেট থেকে মোবাইল হাতিয়ে নেয়। রোববার রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তারা হলেন- মারুফ হাসান (৩৬), মনছুর আলম (৪৪) ও মো. ইসমাইল নিলয় (২৭)।
ঈদ জামাত থেকে ছয়জনের মোবাইল চুরির লিখিত অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। রেয়াজুদ্দিন বাজার, স্টেশন রোডের মোবাইল কেনাবেচায় জড়িত মারুফকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নন্দনকানন পুলিশ প্লাজা থেকে গ্রেফতার করা হয়। মারুফের কাছ থেকে চারটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এরপর স্টেশন রোড থেকে ইসমাইল ও মনছুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নয়টি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধার ১৩টি মোবাইলের সবগুলোই জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতে মুসল্লিদের কাছ থেকে হাতিয়ে নেয়া বলে জানিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন