শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এখনও সময় আছে খোদার কাছে যেভাবে মাফ চান: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ৩:১৭ পিএম

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শারীরিক অসুস্থতা নিয়ে হুইল চেয়ারে চেপে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘পৃথিবীর কোনো বিশেষজ্ঞ ধারণা করতে পারেননি শ্রীলঙ্কার জনগণ যে তুষের আগুনে জ্বলছিল, তা বিস্ফোরণে পরিণত হবে। শ্রীলঙ্কার জাতীয় বীর, আজ জাতীয় ভিলেনে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোজ্যতেলের দাম বেড়েছে ৩৮ টাকা। তারা মনে করছে, দুই টাকা তো কমই রাখা হয়েছে। ২০০ টাকা তো আর করা হয়নি। এই জাতীয় উপহাস দেশবাসী আর কত দেখবে? আমাদের ঈশান কোণে মেঘ জমেছে, আপনারা রক্ষা পাবেন না। এখনও সময় আছে। খোদার কাছে যেভাবে মাফ চান, জনগণের কাছেও তেমনি মাফ চান।’

খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ নয় উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘বুদ্ধিজীবীরা আছেন, ভালো-ভালো কথা বলছেন। অনেক পরামর্শদাতা আছে, যারা সৎ পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শ শোনা হয় কিনা জানিনা। সৎ জনরা বলছেন, মেগা প্রজেক্টের মায়া ছাড়েন, জনগণের কথা বলেন।’

শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘একটি সুন্দর-শিক্ষিত-শান্তির দেশে হঠাৎ জনগণ ফুঁসে উঠবে, এটি কেউ ভাবতে পারেনি। তাই যতই ঠাট্টা করেন না কেন, দেশে জনগণের এই তুষের আগুন কখন অগ্নি স্ফুলিঙ্গে পরিণত হবে তা টেরও পাবেন না। তখন কী করে দৌড়ে পালাবেন, কোথায় যাবেন? তখন ভারতও আপনাদের ঢুকতে দিবে না। সুতরাং আপনাদের জনগণের কাছে আসতে হবে, জনগণের কথা ভাবতে হবে।’

নিরপেক্ষ নির্বাচনে জোর দিয়ে জাফরুল্লাহ বলেন, ‘আমি আগেও বলেছি একটি নির্দলীয় নিরপেক্ষ সর্বজনীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসন নিশ্চিত করতে হবে। আজ আমাদের সবার উদ্যোগ হতে হবে দেশের কল্যাণে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায়, দেশকে কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি জনগণের কথা ভাবুন। আমাদের সবাইকে নিয়ে বসুন, এক কাপ চা খাওয়ান। আমরা আপনাকে সৎ বুদ্ধি দেবো। সর্বদলীয় সরকারের নিয়ে চলুন আলোচনা করি। এমনও মানুষ আছে যারা দলকানা নয়, যারা দেশের জন্য সৎ পরামর্শ দেবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ১৩ মে, ২০২২, ৪:২৬ পিএম says : 0
শ্রীলঙ্কান দেশটি ছিল পর্যটক নির্ভরশীল দেশ। মহামারীতে ঐ দেশটি অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। বাংলাদেশ এই শ্রীলঙ্কাকে কোটি ডলারের অর্থ ঋন দিয়েছেন। সেদিন আবার ঋন পরিশোধনের জন্যে এক বসর সময় দিয়েছেন। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পার্থক্যটা এখানে। এডিবি বাংলাদেশের শক্ত নিরাপদ অর্থনীতির রিপোর্ট দিয়েছেন। বিশ্বব‍্যাংক আইএমএফ দাতা সংস্থাগুলোর সন্তোষজনক রিপোর্ট। আর বাংলাদেশের ৫০বিলিয়ন ডলারের কাছাকাছি নিরাপদ রিজার্ভের শক্তিশালী অবস্থান বিদ্ধমান। মহামারীর কঠিন সময়ে একেবারেই মায়ের মত মাতৃত্বের স্থেহে বাংলাদেশ লক্ষ কোটি কোটি মানুষ কে নগদ অর্থ খাদ‍্য। বাংলাদেশের ব‍্যবসায়ীদের লক্ষ কোটি টাকার প্রনোদনা। এই কাজ গুলো পাশ্ববর্তী কেও করেছিল। করার শক্তি কারা ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশ কে নিরাপদে রেখেছেন। অকৃতজ্ঞ মানুষ গুলো ভয়ানক মহামারী জীবন মৃত্যুর মাঝখানে ছিল। বাংলাদেশের মানুষের জীবন বাচানোর দায়িত্ব ছিল। বাংলাদেশের অর্থনীতি বাচানোর কঠিন দায়িত্বে বঙ্গবন্ধুর কন‍্যার কঠোর পরিশ্রমের বিনিময় এই দেশ জাতি সাফল্য পেয়েছেন। হাজার কোটি টাকার ফ্রি টিকা এখনো প্রতিটি মানুষের রক্তে জীবন রক্ষাকারী হিসাবে আছে এই অবদানের জন্য ধন্যবাদ দিন শোকরিয়া আদায় করুণ। এখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়ার শক্তিশালী নেতৃত্বে। বাংলাদেশ কে অর্থনৈতিক পরাশক্তি করার পরিকল্পনা মহাপরিকল্লনা মাঝে আগামী ৪১ সালের আগেই বাংলাদেশের সম্মান মর্যাদাই বাংলাদেশ উন্নয়নশীল দেশহবে এডিবির কদিন রিপোর্ট কি জাফরুল্লাহ সাহেবরা পড়েছে কিনা। বাংলাদেশের অর্থনীতির শক্ররা শক্তিশালী বাংলাদেশের শক্ররা বাংলাদেশ কে আবার ভিক্ষকের জাতি বানাতে গভীর ষড়যন্ত্র লিপ্ত এই ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে আটার কোটি মানুষের বিরুদ্ধে নয়কি? নৃত্য প্রযোজনীয় জিনিসের দান বৃদ্ধি প্রতিবাদ করা এক কথা প্রতিবাদ করতে গিয়ে দেশের বিরুদ্ধে ভয়াবহ কাল্পনিক মন্তব্য করা উচিৎ নয়। রাষ্ট্রের উচিৎ বাংলাদেশের আটার কোটি জন মানুষের জান মালের নিরাপত্তাব্যবস্থার স্বার্থে প্রযোজনীয় শক্ত ব‍্যবস্থা গ্রহনের। চলবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন