শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাজে নেই অগ্রগতি, যান চলাচল বন্ধ দুই মাস

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার নদীর ওপরের পাশাপাশি দুটি ব্রিজ গত দু’মাস আগে ভাঙ্গার পর তা নির্মাণ কাজের কোনো জোর তৎপরতা নেই। প্রতিদিন ৪/৫ জন করে মজুর ব্রিজ সীমানার তলদেশ নদীর ওপর কয়েক ঝাকা করে মাটি ফেলে কাটিয়ে দিয়েছে দুইমাস কাল। এতে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে উপজেলা সদর বাজারে সরাসরি যান চলাচল। চরম ভোগান্তি পোহাচ্ছেন পথচারীসহ যাত্রীরা। এব্যাপারে সোমবার নির্মাণাধীন ব্রিজের দায়িত্বরত ফরিদপুর সওজ’র উপ-প্রকৌশলী মাসুদুর রহমান জানান, “সংশ্লিষ্ট ঠিকাদারের কাজের গাফিলাতি দেখে আমরা ইতোমধ্যে তাকে তাগাদা দিয়ে দাপ্তরিক চিঠি ইস্যু করেছি কেননা, নির্মাণাধীন ব্রিজের সময়কাল রয়েছে আগামী মে মাস পর্যন্ত”। জানা যায়, উপজেলা পরিষদের সামনে এবং সদর বাজার সংলগ্ন ভূবেনশ্বর নদের উপর পাশাপাশি দু’টি ব্রিজ দিয়ে যাবতীয় যানচলাচল করে আসছিল। উক্ত নদীর ওপর ভারি ও বড় ব্রিজ গড়ার লক্ষ্যে দরপত্র আহ্বান করেন ফরিদপুর সওজ। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজ নির্মাণ কাজটি পায় ওহিদ মিয়া ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত দু’মাস আগে পুরনো ব্রিজ দু’টি ভাঙার পর বন্ধ হয়ে যায় উপজেলা সদরে সরাসরি যাবতীয় যানচলাচল। ভারি যানগুলো উপজেলায় ঢুকতে গিয়ে বি.এস. ডাঙ্গী গ্রামের হাসপাতাল রোডটিও সর্বক্ষণ জ্যাম করে রাখা হয়েছে। ফলে উপজেলা সদরের হাসপাতাল সড়কেও এখনো প্রকার যান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। উক্ত সড়কে বিভিন্ন যানের ভিড়ে পথচারীরা পায়ে হাঁটারও পথ পাচ্ছেন না। ফলে উপজেলার হার্ড পয়েন্টে ব্রিজটি দ্রুত নির্মাণের জোর তুলেছেন এলাকার সর্বমহল। সোমবার উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারকে ব্রিজটি দ্রুত নির্মাণ করার দাবি জানিয়ে বলেন, “একটি ব্রিজের কারণে গত ক’মাস ধরে উপজেলার রাস্তা-ঘাটে অসহনীয় জ্যামে পড়ে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ ও রুগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটি নির্মাণ করার জন্য তিনি জোর দাবী তোলেন”।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন