শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুটিংয়ের সময় আহত তানজিন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ৯:৫৫ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানী ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এতে হাতে গুরুতর চোট পেয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দি‌য়ে তান‌জিন তিশা ব‌লেন, আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। তারপরেও চেষ্টা করছি শুটিংটা শেষ করার জন্য।

এসময় বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান তিনি।

জানা গেছে, এই বিজ্ঞাপনের আরো তিন দিনের শুটিং বাকি। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আগা নাহিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdul Wahab ১৬ মে, ২০২২, ১১:০৪ এএম says : 0
Hello Sunsen! Shahoshika hoea Islamer sayatole ashen.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন