বরিশালের হিজলা উপজেলায় জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রোববার রাতে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।
সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের বিশেষ ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর স্লুইসগেট বাজারের মাইনুল মোল্লার চায়ের দোকানের মধ্যে প্রতিদিন রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে ওই দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে জুয়াখেলারত অবস্থায় চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ এক হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান (৫২), তার সহযোগী নিপু সরদার (৩২), মাইনুল ইসলাম (৩৫) ও জসিম সরদার (৪০)।
পরে আটক চারজনকে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি ইউনুস মিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন