শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কটিয়াদীতে মেলা থেকে বাড়ি ফেরার পথে শিশুকে বলাৎকার, আসামি গ্রেপ্তার

কটিয়াদী(কিশোরগη ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ৬:০৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ে পৈতৃক ভিটায় বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় আহাব উদ্দিন (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১৬ মে) সোমবার আসামিকে কিশোরগঞ্জ আদালতে সোপার্দ করা হয়। গ্রেপ্তারকৃত আহাব উদ্দিন উপজেলার মসূয়া গ্রামের মৃত নজুমুদ্দিনের ছেলে।

জানা যায়, বলাৎকারের শিকার মাদ্রাসার শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে। সে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মেলা থেকে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে মসূয়া গ্রামের আহাব উদ্দিনের সাথে শিশুটির দেখা হয়। পরবর্তীতে সে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে আহাব উদ্দিন তার বিল্ডিং ঘরে নিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকারের পর ঘরের দরজা খুলে দিলে, শিশুটি বেরিয়ে এসে রাস্তার লোকজনকে বিষয়টি জানায়। তখন তারা শিশুটির পিতার সাথে মোবাইল ফোনে কথা বলে বাড়ি পৌঁছে দেয়।
বলাৎকারের শিকার শিশুকে রোববার বিকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে কটিয়াদী থানা পুলিশ আসামি আহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন