বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মরিয়ম সতর্ক হও, তোমার স্বামী মন খারাপ করতে পারে : ইমরান খান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১:৩৭ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে শুক্রবার মুলতানের সমাবেশে তিনি ওই মন্তব্য করেন। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ মে সারগোধা জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন মরিয়ম নওয়াজ। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন।’

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘ওই ভাষণে সে (মরিয়ম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই-মরিয়ম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’


এদিকে, সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। একজন নারীকে নিয়ে তার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইটারে তিনি বলেন, মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত।

শাহবাজ আরও বলেন, ‘দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।’

ইমরান খানের দেওয়া অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বলেন, যাদের ঘরে মা-বোন আছে, তারা এ ধরনের ভাষা ব্যবহার করেন না। দয়া করে রাজনীতির নামে এতটা নিচে নামবেন না।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আরও বলেন, ‘আমার চাওয়া-কেউ ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন, আর তিনি এ বিষয়ে নোটিশ গ্রহণ করবেন।’

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্রুত নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে একের পর এক সমাবেশ করছেন ইমরান খান। এ নিয়ে প্রায়শই পিএমএল-এন নেতৃত্বাধীন জোট সরকারের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়াচ্ছেন পিটিআই নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন