লক্ষ্মীপুরের রামগঞ্জে ‘আলোর দিশারি’র উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুল আজিম ও রামগঞ্জস্থ আল-ফারুক হসপিটালের ডা. সন্তু চন্দ্র শীল।
মেডিকা স্পেশালাইজড হাসপিটালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কর কমিশনার, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহাজান মাস্টার, উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও রামগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন