শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিংড়ায় ৪বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! ভ্যানচালক গ্রেফতার

সিংড়া(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ২:৫৬ পিএম

নাটোরের সিংড়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল মমিন (৪০) নামের এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক নুরে আলম বলেন, শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই ভ্যানচালক। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে গেলে ধর্ষণচেষ্টা কারী আব্দুল মমিন পালিয়ে যায়। এবিষয়ে ওই শিশুটির পিতা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। ইতোমধ্যে ওই শিশুটির মেডিকেল পরিক্ষা সম্পন্ন করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, গত বুধবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামে আব্দুল মমিন আমের খাওয়ানোর প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির পিতার অভিযোগের ভিক্তিতে শনিবার (২১ মে) রাতে আব্দুল মমিনকে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ। রোববার (২২মে) গ্রেফতারকৃত ভ্যানচালক আব্দুল মমিনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন