বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদল গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে। ছোটবাজারের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমি, সহ-সভাপতি আতিকুল ইসলাম ফরাস, সহ-সভাপতি মাহমুদ মোস্তফা ঝলমল, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন